ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

হিলিতে ঘন কুয়াশা, শীতে জনজীবন বিপর্যস্ত 

হিলি প্রতিনিধি

প্রকাশিত : ২১:১২, ১ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

কুয়াশার চাদরে ঢাকা পড়েছে দিনাজপুরের হিলি এলাকা। সেই সঙ্গে হিমেল বাতাস অব্যাহত থাকায় কনকনে শীত অনুভুত হচ্ছে। তীব্র শীতে যবুথবু হয়ে পড়েছে খেটে খাওয়া দিনমজুর মানুষজন। খড়কুটো জ্বালিয়ে শীত থেকে বাঁচতে চেষ্টা করছেন সাধারণ মানুষজন।

বুধবার সকাল থেকেই ঘনকুয়াশার চাদরে ঢাকা পড়েছে পুরো এলাকা। কুয়াশার কারণে কোন কিছু দেখা যাচ্ছে না। যার কারণে দিনের বেলাতেও সড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহনগুলোকে চলাচল করতে হচ্ছে। গত তিনদিন ধরে সূর্যের তেমন একটা দেখা মিলছে না। গতকাল দুপুর ১২টার পর সূর্যের দেখা মিললেও রোদের তেমন তেজ না থাকায় তাপমাত্রা খুব একটা বাড়েনি। দিনের বেলা তাপমাত্রা কিছুটা বাড়তি থাকলেও সারাদিন কুয়াশার চাদরে ঢাকা ও বাতাসের কারণে তীব্র শীত অনুভূত হচ্ছে। বিকেলের পর থেকে শীতের পারদ নেমে আসছে যা সন্ধ্যার পর তীব্র আকার ধারণ করছে যার কারণে বাজার রাস্তাঘাট একেবারে ফাঁকা হয়ে যাচ্ছে।

সিএনজি চালক রফিকুল ইসলাম বলেন, এত পরিমান কুয়াশা ঝড়ছে যে সামনে কি সেটা দেখা যাচ্ছেনা যার কারনে খুব ধীরে ধীরে হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালাতে হচ্ছে। যার কারণে আগে যেখানে পাচবিবি থেকে হিলি আসতে ১৫ থেকে ২০ মিনিট লাগতো এখন সেখানে আধা ঘন্টা বা ৪০ মিনিটের মতো সময় লাগছে। যার কারণে আমাদের টিপ আগের চেয়ে কমে গেছে।

ভ্যানচালক জাকারিয়া হোসেন বলেন, বেশ ঠাণ্ডা পড়েছে, সেই সাথে বাতাস ও কুয়াশার কারণে সেই রকম ঠান্ডা লাগছে। ঠাণ্ডার মধ্যে ভ্যান চালানোয় নাক দিয়ে এমনিতেই পানি ঝড়ছে। গা হাত পা শীটকা লেগে যাচ্ছে ঠাণ্ডার কারণে। তারপর লোকজন তেমন নেই যার কারণে আমাদের আয় রোজগার না থাকায় খুব বিপাকের মধ্যে পড়ে গেছি। 

দিনমজুর ওহেদুল ইসলাম বলেন, আজ সকাল থেকে এত পরিমান কুয়াশা ঝড়ছে যে বলার মতো না সেই সঙ্গে প্রচন্ড শীত যার কারণে আমরা কাজের মানুষ তারপরেও কাজের উদ্দেশ্যে বের হতে পারছিনা। এত ঠাণ্ডা ও কুয়াশা এর মধ্যে কাজ করবো কিভাবে আমরা। আবার কাজ না করলেও খাবো কি? খুব সমস্যার মধ্যে পড়ে গেছি। কষ্ট করে কাজের সন্ধানে বের হলেও কাজ পাচ্ছিনা। আমরা ঘুরে বাড়ি ফিরে যেতে হচ্ছে। এরপরে শীতের মধ্যে বের হওয়ার কারণে জ্বর, সর্দি-কাশি তো লেগেই আছে।    

দিনাজপুর আবহাওয়া অধিদপ্তর এর ইনচার্জ তোফাজ্জল হোসেন বলেন, আজ দিনাজপুর অঞ্চলে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস। বাতাসের আদ্রতা ছিল ৯৭ শতাংশ, বাতাসের গতিবেগ ঘন্টায় ৪ থেকে ৬ কিলোমিটার বেলা বারার সাথে সাথে যা ১০ থেকে ১২ কিলোমিটার পর্যন্ত উন্নীত হতে পারে। দেশের উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলের কিছু কিছু স্থানে বিদ্যমান মৃদু শৈত্যপ্রবাহটি অব্যাহত রয়েছে। চলমান এই আবহাওয়া পরিস্থিতি আগামী ৭ জানুয়ারী পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এর পরে ক্রমান্বয়ে আবহাওয়া পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। 
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি